কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার ধানদিয়ায় মাদ্রাসার নামে দান করা জমি ছাড়াও বেশি জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ধানদিয়ার গাজনা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী মমতাজ বেগম ব্যবস্থা গ্রহণের দাবিতে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরসকাটি দাখিল মাদ্রাসায় মমতাজ বেগম গংয়ের জমি দান করা আছে। কিন্তু বর্তমানে মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম, বজলুর রশিদ, মশিয়ার মোড়ল, বিশাখা রানী, তপন কুমার সাহা, পবিত্র সাহা, রমেশ সাহা, রমেশ সাহা গং দান করা সম্পত্তি ছাড়াও অনেক বেশি সম্পত্তি দখলের চক্রান্ত শুরু করে। মমতাজের স্বামী উক্ত মাদ্রাসা নাইটগার্ড বাধা দিতে গিলে তার বেতন বন্ধ করে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। এনিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গত ১৪ সেপ্টেম্বর উল্লেখিত ব্যক্তিরা টিন ও সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করে। এতে মমতাজ এবং তার স্বামী বাধা দিলে উল্লেখিত ব্যক্তিরা তাদের মারপিট করে গুরুতর আহত করে এবং মমতাজ বেগমের শ্লীলতাহানি ঘটায়। এঘটনায় প্রতিকার চেয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মমতাজ বেগম।
১৫.০৯.২০২১