সাতক্ষীরা

সাতক্ষীরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

By daily satkhira

September 15, 2021

নিজস্ব প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যলায় চত্বরে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন শেষে শিক্ষা, অর্থমন্ত্রী ও জনপ্রশাসন, গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মরকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে আইডিইবি সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক কামরুল আখতার, সংগ্রাম পরিষদ জেলা শাখার সদস্য সচিব ও আইডিইবি’র সাধারণসম্পাদক এম এম এ জায়েদ বিন গফুর, আইডিইবি’র যুগ্ম সাধারণ সাম্পাদক গোলাম মোস্তফা সহ সংগঠেনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য বিএনবিসি ২০২০ এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়ন কর ধারা/উপধারা সংশোধনএবং ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা২০০৮ সংশোধনপূর্বকগেজেট প্রকাশ,উপ সহকারি প্রকৌশলী ও সমামানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেও চাকুরি প্রাথমিক নিযুত্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং উপ সহকারি প্রকৌশলী হতে সহকারি প্রকৌশলী / সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ এবং একাধিক জাতীয় কমিটির’র সুপারিশের ভিত্তিতে  প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর য়েয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩বছওে রুপান্তর করার শিক্ষা মন্ত্রনালয়ের আত্মঘাতি উদ্বোগ বন্ধ সহ ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করা হয়।