দেবহাটা

দেবহাটা থানায় জিআর ওয়ারেন্টভূক্ত ১ জন আসামী গ্রেফতার

By daily satkhira

September 17, 2021

দেবহাটা ব্যুরো ঃদেবহাট পুলিশের বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে।

দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে। ইং ১৭/০৯/২০২১ তারিখ এসআই (নিঃ) মোঃ আশিক রায়হান, এএসআই(নিঃ)/ সোহেল উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন পুষ্পকাটি এলাকা হইতে জিআর-৫৮৫/১৯, টিআর ১০৫/২০, পি-৪৭৯/২০ এর আসামী ১। মাসুদ রানা (২৪) , পিতা- আলদ সরদার ওরফে আলমগীর, সাং-পুষ্পকাটি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন । ইং ১৭/০৯/২০২১ তারিখ আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।