সাতক্ষীরা

সাংবাদিক আজিজুল ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

By daily satkhira

September 17, 2021

দৈনিক যুগের বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের  সভাপতি মোঃ আজিজুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি-রাজেউন)। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তরুণ উদীয়মান সংবাদকর্মী আজিজুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা  প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক  সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ  আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।