সাতক্ষীরা

বিদ্যুৎ স্পৃষ্টের সাতদিন পর সাতক্ষীরার নির্মাণ শ্রমিকের মৃত্যু

By daily satkhira

September 18, 2021

নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ স্পৃষ্টে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাতক্ষীরার নির্মাণ শ্রমিক হীরা(৩০) এর। তিনি সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার সেলিম হোসেনের পুত্র। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হীরার স্ত্রী নাসরিন খাতুন জানান, তার স্বামী হীরা নির্মাণ শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গত ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে হীরা তাদেরই বাড়ির পাশে জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. জিল্লুর রহমানের বাড়িতে কাজ করছিলেন। এ সময় ভবনের বাহিরে তক্তার পাটাতনে বৈদ্যুতিক তারে শক লেগে শরীর ঝলসে যায়। পাটাতন থেকে নীচে পড়ে যায় হীরা। বৈদ্যুতিক তারে জড়িয়ে তার পিঠ ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করান অ্যাড. জিল্লুর রহমান। শুক্রবার রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হীরার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে শনিবার রাতে হীরার লাশ বাড়িতে আনা হবে।#