সাতক্ষীরা

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার কাছে চাঁদাদাবী : প্রধান আসামী আটক

By daily satkhira

September 18, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের মৎস্য চাষী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম আব্দুল গফুর এর কাছে আজিজ গাজী কর্তৃক চাঁদাদাবী ও মারপিটের অভিযোগ উঠেছে। এ বিষয় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ৪৭ তারিখ ১৪.০৯.২১ ইং । মামলা সুত্রে জানাযায়, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া গ্রামের মৃত রাহাতুল্লাহ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম আব্দুল গফুর এর সদর উপজেলার আলিপুর দাঁতভাঙ্গা বিলে ১৪ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছে। কিন্তু সদরের মাহামুদপুর গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র আব্দুল আজিজ ও তার পুত্র বাবু এবং বায়েজিদ টুটুল বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছে।

গত ১৩ ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টার সময় জিএম আব্দুল গফুর শহর থেকে তার নিজ মৎস্য ঘেরে যাওয়ার পথিমধ্যে মাহামুদপুর গাজীপাড়ার ইব্রাহিম এর দোকানের সামনে রাস্তার উপরে পৌছালে আব্দুল আজিজ ও তার পুত্র বাবু এবং বায়েজিদ টুটুল তাকে মারধর করে মারাত্মক জখম করে জিএম গফুর এর মোটরসাইকেল এর কালো ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা নেয় এবং মোটরসাইকেলে রড দিয়ে আঘাত করে আনুমানিক ৫ হাজার টাকার ক্ষতি করে। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম আব্দুল গফুর প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৬ ই সেপ্টেম্বর আজিজ বাদী হয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে সাতক্ষীরা সদর থানায় জিএম আব্দুল গফুর এর নামে অভিযোগ দায়ের এর সময় ওসি দেলোয়ার হুসেন এর রুমে প্রবেশ করলে তিনি এ বিষয় তৎক্ষনিকভাবে বিচক্ষণতার সাথে সাতক্ষীরা সদর থানার জিআর মামলার প্রধান আসামী আজিজ কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।