ফিচার

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু

By Daily Satkhira

September 19, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ আরো তিন জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের আনোয়ারা খাতুন (৫৫), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আব্দুল কাদের (৩৫) ও তালা উপজেলার হরিনগরের শালিখা গ্রামের মিরাজ আলী সরদার (৭০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৭৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এই মুহুর্তে সাতক্ষীরা মেডিকেলে ৬৮জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এরমধ্যে একজন পজেটিভ ও ৬৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলায় করোনা উপসর্গ নিয়ে আইসলুসনে রয়েছেন ২৮৮ জন। এরমধ্যে পজেটিভ রয়েছেন ১০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, সাতক্ষীরায় এস্ট্রোজানেকার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৮৭ হাজার ৮২৬জন ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ হাজার ৬১জন। সিনোফার্মেও প্রথম ডোজ পেয়েছেন ১লাখ ৭৪ হাজার ৪৮৬জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ হাজার ৮৯ হাজার ৮৩৭ জন।