সাতক্ষীরা

সদর উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা

By Daily Satkhira

May 29, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা সদর উপজেলার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। ‘বাজেট অধিবেশনে সদর উপজেলার ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব খাতে মোট প্রাপ্তি দেখানো হয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৬০ লক্ষ ৫৮ হাজার টাকা। উদ্বৃত্ত টাকার পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার টাকা। উন্নয়ন খাতে মোট প্রাপ্তি দেখানো হয়েছে ৩ কোটি ৪৯লক্ষ ৯৯ হাজার টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৪৯ লক্ষ টাকা। উদ্বৃত্ত টাকার পরিমাণ ৭ লক্ষ ৪৯ হাজার টাকা।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো, শফিকুল ইসলাম, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অছলে, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বল্লী ইউপি চেয়াম্যান মো. বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, লাবসা ইউপি সচিব মো. আব্দুর রাজ্জাকসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।