কলারোয়া

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষ: আহত-১৫

By daily satkhira

September 19, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও একজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা ওই প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ বেনজির হোসেনকে দায়ী করেছেন। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম জানান, তিনি তার নির্বাচনী কার্যালয়ে বসে সোমবারের নির্বাচনে নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বন্টনের কাজ করছিলেন। এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী সহ তার সমর্থকরা অতর্কিতে হামলা করে। একইসময় তারা মেম্বর পদপ্রার্থী আনারুলের কার্যালয়েও হামলা করে। এই হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। তিনি জানান, আমি নিজে আহত হয়ে আত্মরক্ষার জন্য পালিয়ে গেছি। আমার লোকজনদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ বেনজির হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমার একজন কর্মীর মাথায় ইটের আঘাত লেগেছে। ঘটনাস্থল থেকে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। কোন পক্ষই এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেনি।##