জাতীয়

৩য়-৪র্থ শ্রেণিতেও সপ্তাহে দুদিন ক্লাস

By Daily Satkhira

September 22, 2021

শিক্ষা ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন করে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এ ব্যাপারে খুব শিগগিরই আদেশ জারি করা হবে।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর চলতি মাসের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হচ্ছে।

আর অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন করে চালু করা হয়। এরই ধারাবাহিকতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে তাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হবে।

এর আগে, গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস একদিন করে বাড়িয়ে সপ্তাহে দুদিন করা হয়।