সাতক্ষীরা

সাতক্ষীরায় অসংক্রামক রোগের নিয়ন্ত্রনে স্মারকলিপি প্রদান

By daily satkhira

September 23, 2021

বৃহস্পতিবার সকাল ১১টায় সেন্টার ফর ল এন্ড পলিসিএফেয়ার্স-সিএলপিএ সহযোগিতায় উন্নয়ন মূলক প্রতিষ্ঠান মৌমাছি, মিডা,সুন্দরবন ফাউন্ডেশন,মৃত্তিকা,প্রভা,সবুজ ফাউন্ডেশনও নারীকন্ঠ’র যৌথ আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুল ইসলাম,জেলা শিক্ষা কর্মকর্তা,সাতক্ষীরা ক্রিড়া সংস্থার চেয়ারম্যান এর সাথে অসংক্রামক রোগের নিয়ন্ত্রনে স্মারকলিপি জমাদেন এবং সুপারিশ গুলো বাস্তবায়নের জন্য অনুরোধ করেন। বর্তমান সময়ে অতিরিক্ত স্থুলতা,ওজন এবং অপুষ্টি এ সবই অসংক্রামক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭%-এর কারণ অসংক্রামক রোগজনিত রোগ,জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অস্বাস্থ্যকর জীবনযাত্রা,অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের অভ্যাস,তাজাশাক-সবজি-ফল-মূল কম খাওয়া, শরীরচর্চা, ব্যায়াম বা পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব,মাদক সেবন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার,পরিবেশ দূষণ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতমকারণ। বাংলাদেশ বিশে^র অন্যতম সবজি এবং ফলমুল উৎপাদনকারী দেশ। সবজি উৎপাদনে তৃতীয় আর মাছ উৎপাদনে বাংলাদশে এখন বিশে^ চর্তুথ অবস্থান। আর এ বাস্তবতায় বাংলাদেশে মানুষের মাঝে ফল ও সবজি কম গ্রহণের প্রবণতা একটি বিস্ময়ের বিষয়।

এসময় মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, মিডা’র নির্বাহীপরিচালক দুলাল চন্দ্র দাশ, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, প্রভা’র নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম,সবুজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আয়শা খাতুন,মৃত্তিকা’র নির্বাহী পরিচালক আব্দুস সালাম ও নারী কন্ঠ’র ফিল্ড কোডিনেটর নজিফা খাতুন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি