আন্তর্জাতিক

আফগানিস্তানে চালু হচ্ছে হাত কর্তন ও মৃত্যুদণ্ডের শাস্তির বিধান

By Daily Satkhira

September 25, 2021

বিদেশের খবর : তালেবানের সাবে ধর্মীয় পুলিশ প্রধান ও বর্তমান কারাপ্রধান জানিয়েছেন, সর্বোচ্চ শাস্তি হিসেবে আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও হাত কাটার বিধান চালু করা হচ্ছে।

বার্তা সংস্থা এপিকে মোল্লা নুরুদ্দিন তুরাবি জানিয়েছেন, ‘নিরাপত্তার জন্য’ হস্তকর্তনের বিধান চালু করা প্রয়োজন। অবশ্য ১৯৯৬ সালে প্রথম দফায় ক্ষমতায় আসার পর জনসম্মুখে মৃত্যুদণ্ড কিংবা হস্তকর্তনের বিধান করা হলেও এবার আর তা নাও হতে পারে।

নতুন দণ্ডবিধির বিরুদ্ধে সমালোচনা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আইন কেমন হবে তা কেউ বলতে পারবে না।’

জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা তুরাবি জানান, শাস্তিগুলো প্রকাশ্যে কার্যকর করা হবে কিনা সে বিষয়ে তালেবানের মন্ত্রিসভায় আলোচনা চলছে। তার এ ব্যাপারে একটি নীতি নির্ধারণ করবেন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করে। ওই সময় তারা জানিয়েছিল, প্রথম দফার তুলনায় তারা এবার নমনীয় নীতি গ্রহণ করবে।