নিজস্ব প্রতিবেদক : ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গোবিন্দ দাস(৪৭)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাঁইহাটি গ্রামের নির্মল দাসের ছেলে ও আশাশুনি সরকারি কলেজের ভুগোলের অধ্যাপক। নিহতের স্বজনরা জানান, দু’ ছেলেকে সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ানোর সুবিধার্থে গোবিন্দ দাস সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার এলাকায় ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শহরের আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা ফার্মেসী থেকে ঔষধ কিনে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় শহরের বাস টার্মিনালগামি একটি দ্রুতগামি ট্রাক পিছন দিক থেকে তার মোটর সাইকেলে সজোরে ধাক্কা মারে। এতে রাস্তায় পড়ে তিনি মারাত্মক জখম হন। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ পরিমল কুমার বিশ্বাস তাকে মৃত বলে ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম দুর্ঘটনায় গোবিন্দ দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তার ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হবে।