নিজস্ব প্রতিনিধি : : দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখার অভিযোগে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন লাকীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যকশান ব্যাটালিয়ন র্যাব। শনিবার দিবাগত রাত দু’টোর দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সরদার ওরফে লাকীর বাবার নাম মৃত বাবর আলী সরদার।
খুলনা র্যাব-৬ এর স্কোয়াড্রণ লিডার মোঃ ইসতেহাক জানান, শ্রীউলা গ্রামের আলাউদ্দিন সরদার ওরফে লাকির বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছে মর্মে গোপনে খবর পান তিনি। এরই ভিত্তিতে ওই বাড়ির পার্শ্ববর্তী তার হাঁসের খামারে অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন লাকীর বাড়ির দরজায় ঝুলিয়ে রাখা একটি ব্যাগ থেকে জর্দ্দার কৌটায় জড়ানো দু’টি ককটেল সাদৃশ্য বস্তু ও চালের উপরে বস্তায় মোড়ানো কয়েকটি রাম দা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত লাকীর বিরুদ্ধে আশাশুনিসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আশাশুনি থানায় সোপর্দ করা হবে।
একদিকে আলাউদ্দিন লাকীর মা হামিদা খাতুন তার ছেলে লাকীকে মিথ্যা মামলার হাত থেকে বাঁচানোর জন্য সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন।