সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

By daily satkhira

September 26, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বানের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“দলের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারও সাথে পক্ষ পাতিত্য না করে দলের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, মো.কামরুল ইসলাম, মো. আসাদুজ্জামান আসলে, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মোস্তাফিজুর রহমান নাসিম, গনেশ চন্দ্র মন্ডল, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলি, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো, রহিল উদ্দিন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, ভোমরা আওয়ামীলীগের সভাপতি গাজী, আবুল গফুর, আলিপুর আওয়ামীলীগের সভাপতি মো. মসিউর রহমান (ময়ুর ডাক্তার) ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মাগরেব, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান,

বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আলোচ্য সুচির মধ্যে ছিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সভাপতিমন্ডলীর সদস্য বৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।