আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল কর্তৃক ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার শ্রীউলা গ্রামের মৃত বাবুর আলী সরদারের ছেলে ভুক্তভোগী আলাউদ্দীন লাকী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বর্তমানে ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিগত জামায়াত বিএনপির জোট সরকারের আমলে আমি এবং আমার পরিবার বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছি। এইগুলোকে পুঁজি করে বর্তমান নিজ দলীয় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালেও জামায়াত বিএনপির প্রশয়দানকারী বর্তমান ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বিভিন্ন ফাঁদ পেতে আমাকে এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নামে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে শ্রীউলা ইউনিয়নের শান্ত পরিবেশকে আবারো অশান্ত করার চক্রান্ত শুরু করেছেন তিনি। এলাকায় আমার জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। আমাকে হয়রানি করতে সাকিল গত ২৫ সেপ্টেম্বর তার ক্যাডারদের সহযোগিতায় আমার বাড়ির বাহিরে পরিত্যক্ত জায়গায় বস্তায় করে কিছু দেশীয় অস্ত্র রেখে র্যাবকে ভুল তথ্য দিয়ে আমাকে আটক করে সাতক্ষীরায় নিয়ে আসেন। পরে র্যাব বিষয়টি তদন্ত করে মিথ্যা প্রমানিত হওয়ায় আমাকে স্ব-সম্মানে ইউনিয়ন এবং উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাকে মুক্তি দেন। কিন্তু এ বিষয়টি রং চং মাখিয়ে আমাকে অস্ত্রসহ আটক করেছে মর্মে অপপ্রচার করা হয়। আমার বাড়িতে অস্ত্র রেখে ও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে আমাকে জনগণ থেকে বিচ্ছন্ন করার চেষ্টা করছেন তিনি। মূলত এই অস্ত্রের মূল মালিক সাকিল। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমিসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ এবং ইউনিয়নবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমি এবং আমার পরিবার জন্মসূত্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে আদর্শে বিশ্বাসী। আমি আমার ইউনিয়নের বন্যা দুর্গত বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নদীর বেঁড়িবাঁধ তৈরি করতে গেলে এই দুর্নীবাজ চেয়ারম্যান আমার এবং আমার লোকদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার করতে থাকেন। একের পর এক সাকিল ও তার লোকজন আমিসহ এলাকার সম্মানিত ব্যক্তিদের নানানভাবে হয়রানি করে যাচ্ছেন। বিশেষ করে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি পায়ে পা দিয়ে ঝগড়া বিবাদ করার চেষ্টা করছেন। এছাড়া এই দুর্নীবাজ চেয়ারম্যান ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার (চাউল) অসহায় গরীব মানুষের মাঝে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা হলে তিনি মাত্র ৬/৭ কেজি করে চাউল দিয়ে বাকীটা আতœসাৎ করেছেন। আমি এর প্রতিবাদ জানালে ষড়যন্ত্রকারী চেয়ারম্যান আমার উপর ক্ষীপ্ত হন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় শ্রীউলা ইউনিয়নের কোন নিরাপরাধ মানুষ যাতে চেয়ারম্যান সাকিলের দ্বারা হয়রানির শিকার না হন এবং আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়নের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কমনা করেছেন।