শিক্ষা

কালিগঞ্জ ড্যামরাইল প্রাইমারিতে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস

By Daily Satkhira

May 31, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি: প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় কালিগঞ্জের ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ওই ভবনে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। জানা যায়, ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামে ১৯৩৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে ১৯৯৬ সালে ৩ কক্ষ বিশিষ্ট টিনশেড ভবন নির্মিত হয়। এরপর প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বর্তমানে এই ভবনের পলেস্তারা ধ্বসে পড়েছে। পিলারগুলো থেকে লোহার রড বেরিয়ে গেছে। এর মধ্যেও সেখানে শিশু শিক্ষার্থীরা ক্লাস করছে। প্রয়োজনীয় বিকল্প শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়ে সেখানে পাঠদান করতে হচ্ছে বলে জানান শিক্ষকবৃন্দ। এই বিদ্যালয়ে মোট ২৬২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। আছেন ৪ জন শিক্ষক ও ১জন শিক্ষিকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছির আরাফাত জানান, ৩ কক্ষ বিশিষ্ট টিনের চালের ভবনটি পরিত্যক্ত হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এখনও এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা তার জানা নেই। বিদ্যালয়ে দুই কক্ষ বিশিষ্ট আরও একটি ভবন আছে। ছাদবিশিষ্ট ভবনের দু’টি কক্ষে শিক্ষার্থীদের জন্য স্থান সংকলন হয় না। সেজন্য পরিত্যক্ত ভবনটিতে বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি স্বপন মন্ডল জানান, ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্যামরাইল ছাড়াও মোস্তফাপুর, শেরকাটি, জগদানন্দপুর গ্রামের শিক্ষার্থীরা পড়ালেখা করে। আরও শ্রেণিকক্ষের জন্য ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ করা প্রয়োজন। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে।