শ্যামনগর

শ্যামনগরে ব্যবসা পরিকল্পনা ও বাজার সম্প্রসারন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ

By daily satkhira

September 29, 2021

শ্যামনগর প্রতিনিধি: অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়নের সুন্দরবন হাইজিন কর্নার ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রত্যাশা স্যনিটেশন সেন্টার, বনবিবি সুপেয় পানি সরবরাহ প্লান্ট, কলবাড়ী পিএসএফ, বুড়িগোয়ালী পিএসএফ এর সাথে প্রত্যাক্ষ ভাবে জড়িত সদস্যদের নিয়ে গত সোমবার ও মঙ্গলবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) দুই দিন ব্যাপী ব্যবসা পরিকল্পনা ও বাজার সম্প্রসারন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ  এ ব্যবসা পরিকল্পনা, বিক্রয় খরচ পরিকল্পনা ও ধরন, খরচের খাত বের করা, বাজার ব্যবস্থাপনা, উৎপাদের লক্ষমাত্রা নির্ধারন, অর্থ পরিকল্পনা, বিনিয়োগ, মুলধন, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব রাখার নিয়ম, বিভিন্ন রেজিষ্টার সম্পর্কে আলোচনা করা হয় এবং ব্যবসায়ের ঝুকি, উৎপাদন ও বাজার সম্প্রসারন পরিকল্পনা সহ ব্যবসায়ের সার্বিক পরিকল্পনা প্রস্তুত করা হয়। রিকল-২০২১ প্রকল্পের আওতাধীন এন্টারপ্রাইজ গুলো পরিকল্পনা অনুযায়ী বাজার সম্প্রসারন করতে পারলে এলাকার অবহেলিত অসচ্ছল নারীরা তাদের সংসার জীবনে সচ্ছলতা আনতে পারবে। প্রশিক্ষনে সুশীলন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, এ্যাকাউন্টস অফিসার রাজু আহম্মেদ, এফএফ শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ, মীর হাছিব উল্লাহ প্রমুখ।