কালিগঞ্জ

কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যা‌লি

By daily satkhira

September 30, 2021

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ “আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিপাদ‌্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা চেয়ারম‌্যা‌নের কার্যাল‌য়ের সাম‌নে নারী ও শিশু‌দের অংশগ্রহণে মানববন্ধন ও র‌্যা‌লি অনুষ্ঠিত হয়।

প‌রে উপজেলা ল্যাবরেটরী স্কুলের দ্বিতীয় তলায় মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে কন‌্যা শিশুর তাৎপর্য তুলে ধরে অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ও লে‌ডিসক্লা‌বের সভাপ‌তি সামিরা খন্দকার। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অা‌লোচনা সভায় ‌বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল‌্যাহ বাচ্চু, লে‌ডিসক্লা‌বের সম্পা‌দিকা ইলা‌দেবী ম‌ল্লিক প্রমুখ। অনুষ্ঠান শে‌ষে মহিলা কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত সাধারণ অনুদান হি‌সে‌বে উপজেলা লেডিস ক্লাব ৪০ হাজার, মিশন মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার, আমার কু‌ঠির মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার, দুর্জয় নারী উন্নয়ন সমিতি ২৫ হাজার, উষা ম‌হিলা উন্নয়ন সংস্থা ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।