কালিগঞ্জ

কালিগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যা‌লি

By daily satkhira

October 06, 2021

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ “সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পর পরেই নিবন্ধন” প্রতিপাদ‌্যকে সামনে রেখে কালিগ‌ঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অা‌লোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, তথ্য আপা মিরানা অাক্তার, মৌতলা ইউপি সচিব মহসীন ক‌বির, রতনপুর ইউ‌পি স‌চিব শেখ অাহাদুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহিন আলম প্রমুখ। অা‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউনিয়ন পরিষদে করা হয়। যারা অনলাইনে জন্ম নিবন্ধন করেনি তারা দ্রুত সম‌য়ের ম‌ধ্যে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের মাধ‌্যমে জম্ম নিবন্ধন করবেন। জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চা জন্মের ৪৫ দিনের ম‌ধ্যে অবশ্যই নিবন্ধন করা‌তে হবে।