মাহফিজুল ইসলাম আককাজ : ‘তামাক উন্নয়নের অন্তরায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব তামাক মুক্ত দিবস-২০১৭ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘তামাক দেহের জন্য ক্ষতিকর, তামাক মানুষের জীবনী শক্তি কমিয়ে দেয়। যে জিনিসে ক্ষতি হয়, কোন উপকার নেই তা সকলের বর্জন করা উচিত। এজন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় পারে দেশকে তামাক মুক্ত করতে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার আতিকুল হক প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দিবসের তাৎপর্য উপাস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আশিকুজ্জামান ও ব্রাকের প্রতিনিধি রেজাউল করিম খান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহীনুর খাতুন।