আশাশুনি

বুধহাটায় খাস জমিতে পাকা স্থাপনা ভেঙে দিলেন ইউপি সদস্য

By Daily Satkhira

May 31, 2017

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালীতে সরকারী খাস জমির (রাস্তা) উপর নির্মিত অবৈধ্য পাকা স্থাপনা ভেঙে দিলেন ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন সানা। বুধবার সকালে কর্মসূচীর লোক দিয়ে  ০৯নং ইউপি সদস্য পাইথালী মৌজার রাস্তার উপর পাকা স্থাপনা ভেঙে দেয় । উল্লেখ্য, পাইথালী গ্রামের পেরু দে’র পুত্র অংকুর দে গত কয়েক দিন থেকে রাস্তার খাস জমির উপর পাকা স্থাপনার কাজ করে আসছিল। এমনকি ঘরের কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন। জানাগেছে, প্রতিমধ্যে ইউপি চেয়ার ম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে দু-তিন দিন কাজও বন্ধ রেখে ছিল। সরেজমিনে দেখা গেছে, অংকুর দে অবধ্যৈ ভাবে রাস্তার খাস জমির উপর বৃহত আকারে গোয়াল ঘর নির্মান করেছে। দেখাগেছে সেখানে তার নির্মিত কয়েক বছরের পুরানো পাকা বাথ রুমও তৈরী করা আছে। বুধবার সকালে মেম্বর তার কর্মসূচীর লোক দিয়ে নিজে দাড়িয়ে থেকে সেই ঘর ভেঙে গুড়িয়ে দেয়। ইউপি সদস্য আলতাফ হোসেন সানা জানান, এটা রাস্তার খাস জমি তার পরও যদি ভোগ দখল করতে হয় করবে জমির পাশ্ববর্তী কিনা গুহুর পুত্র বিরেন গুহু। এ জমিটা বিরেন গুহুর বসত ঘরের সাথের জমি। দখল করতে হয় সে করবে সেটাও সরকারের অনুমতিতে। এলাকাবাসির দাবি, শুধু ঘর ভাঙলে হবে না রাস্তায় মাটি দিয়ে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হোক।