ফিচার

সাতক্ষীরার ভোমরা বন্দরে পুলিশ-বিএসএফ শারদীয় শুভেচ্ছা বিনিময়

By Daily Satkhira

October 12, 2021

নিজস্ব প্রতিবেদক : ফুল আর মিষ্টি দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশ পুলিশ ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। তারা পূজার নিমন্ত্রণও দিলেন পরস্পরকে।

সোমবার দুপুরে এমনই এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায়। দুই ভ্রাতৃপ্রতীম দেশের কর্মকর্তারা সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরস্পরে উষ্ণ আলিঙ্গন বিনিময় করেন।

এ সময় বাংলাদেশের পক্ষে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পাঠানো ফুল ও মিষ্টি ভারতীয় কর্মকর্তাদের হাতে তুলে দেন পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী। তার সঙ্গে ছিলেন ভোমরা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন, ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কাজী নওশাদ দিলওয়ার রাজু, রামকৃষ্ণ চক্রবর্তী, দীপঙ্কর ঘোষসহ কর্মকর্তারা।

অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা কাস্টমস সুপার ভাস্কর দে, বিএসএফের ঘোজাডাঙ্গা ক্যাম্প কর্মকর্তা গৌরী প্রসাদ রায়, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলা নাথ ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জীব মণ্ডল, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ওসি ভবতোষ দাস প্রমুখ।