সাতক্ষীরা

সাতক্ষীরায় কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের ৫ম ডায়ালগ সেশন

By daily satkhira

October 13, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের আয়োজনে কারিতাস খুলনা অঞ্চলের অধীনে পঞ্চম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের চালতেতলা ক্যাথলিক মিশনে অনুষ্ঠিত ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

জি.আই.জেড এর অর্থায়নে কারিতাস খুলনার বাস্তবায়নে এবং সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি কর্মকর্তা মি. তাপস সরকার।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, পৌর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, ব্র্যাক ইউডিপির ফিল্ড কো-অর্ডিনেটর মো: হাসান আলী। এ সময় প্রাকটিক্যাল এ্যাকশনের পৌরসভার সমন্বয় কর্মকর্তা শেখ সুজা উদ্দিন, সমাজকর্মী ফতেমা খাতুনসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ মোট ২০ জন উক্ত ডায়ালগে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের অবহেলিত বস্তি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার অগ্রাধিকার নির্ণয় ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মল্লিক।