তালা

তালায় এক ইউপি সদস্যের নিজ অর্থায়নে দু’টি রাস্তা নির্মাণ

By Daily Satkhira

June 01, 2017

তালা প্রতিনিধি  : তালার খেশরা ইউনিয়নের এক ইউপি সদস্য এবার নিজ অর্থায়নে যথাক্রমে ৩কি: মি: ও ৩শ’ফুট দু’টি রাস্তা নির্মাণ করে অনন্য নজির স্থাপন করেছেন। এজন্য এলাকাবাসী রীতিমত সাধুবাদ জানিয়েছেন তাকে। এলাকাবাসী জানান, তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল হক হরিহরনগর পাকুড়িয়া নদীর বুক চিরে স্থাপিত আশাশুনি অভিমুখে প্রায় ৩ শ’ফুট মাটির রাস্তা স্কেভটর মেশিন দ্বারা সম্পূর্ণ নিজ অর্থায়নে নির্মাণ করে এবার একই গ্রামের আনছার গাজীর বাড়ি থেকে পাকুড়িয়া নদীর পাশ দিয়ে মালোপাড়া পর্যন্ত প্রায় ৩ কি:মি: রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। রাস্তা দুটি নির্মিত হলে বিস্তীর্ণ জনপদের বঞ্চিত মানুষের পাশাপাশি পাশ্চাত্য ৪ উপজেলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হবে। এলাকাবাসী আরো জানান, সামছুল হক এবার নিয়ে দু’বার ইউপি নির্বাচনে ব্যাপক জনসমর্থনে সদস্য নির্বাচিত হয়ে সাধারণ ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে রয়েছেন। জনসেবার মহান ব্রত নিয়ে নির্বাচিত হয়ে রাত-দিন ছুঁটে চলেছেন ওয়ার্ডের এ-প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এব্যাপারে হরিহরনগরের ছাত্তার গাজী, মো: মোনতাজ মোড়ল, আলাউদ্দীন মোড়ল, শরিফুল শেখ, মা: ইদ্রীস আলীসহ এলাকবাসী জানান, সামছুল হকের মত জনপ্রতিনিধি পেয়ে তারা যারপর নেই খুশি। সরকারি-বেসরকারি সব সুযোগ সুবিধা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টন করে সংকুলান না হলে তিনি প্রায়ই নিজ অর্থায়ন করেন বিভিন্ন প্রকল্পে। যার সূত্র ধরে এবার তিনি স্কেভটর দিয়ে নিজ অর্থায়নে দু’টি রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর মাঝে নিজেকে মেলে ধরেছেন ভিন্ন ইমেজে। তিনি সকলের কাছে আশীর্বাদ প্রার্থী।