সাতক্ষীরা

বিভিন্ন স্থানে মন্দির বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

By daily satkhira

October 16, 2021

নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবে সারা দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর, লুটপাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ।

পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, বিশিষ্ট চিকিৎসক ডা: সুশান্ত ঘোষ, ঐক্যপরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এড. সোমনাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা ইসকন মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত,

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সমীর বসু, সনাতন ধর্মীয় যুব সংগঠনের সভাপতি ডা: সুব্রত ঘোষ, জোৎ¯œা দত্ত, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের মিলন কুমার রায়, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ^াস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শারদীয়া উৎসবে পরিকল্পিকভাবে পবিত্র কোরআন রেখে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাটের নিন্দা জানিয়ে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও দ্রুত বিচার আইনে দোষীদের শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দেশে আর যাতে কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন।