দেবহাটা প্রতিনিধি : সরকারি নির্দেশনার আলোকে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২০ অক্টোবর বুধবার বেলা ১১ টা হতে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (স.) এর জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী ও একই বিষয়ের প্রভাষক আলহাজ্জ মো. মাসুদ করীম।
শিক্ষক মো. আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)। সভাপতি সহ বক্তাগণ রাষ্টীয়ভাবে এমন একটি মহতি অনুষ্ঠান পালনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও মহানবী (স.) এর জীবনাদর্শ বাস্তব জীবনে অনুসরণ এবং পবিত্র কোরআন ও হাদীসের আলোকে সমাজে সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে চলার আহবান জানান। সবশেষে সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অালহাজ্জ মো. আকবর আলী।
মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে সব ধর্মের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।