কলারোয়া

কলারোয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পলাতক

By daily satkhira

June 01, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কলারোয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম তহমিনা খাতুন (১৯)। সে কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের ঈমান আলি সরদারের কন্যা ও যশোর জেলার ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। দেয়াড়া ইউপি মেম্বর তোজাম্মেল হোসেন জানান, দুই বছর আগে মনিরুল ইসলামের সাথে তহমিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী তাকে যৌতুকের দাবীতে বিভিন্নভাবে নির্যাতন করতো। মেয়ের সুখের কথা ভেবে তার বাবা তাকে তিন দফায় ১ লাখ টাকা যৌতুকও দেন। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে জামাই মনিরুল শশুর বাড়িতে এসে বলে সে তার স্ত্রীকে আর নির্যাতন করবেনা এবং তাকে বাড়িতে নিয়ে যাবে। এক পর্যায়ে সে সেখানে রাত্রি যাপন করে। এর পর ভোর রাতে সে তার স্ত্রীকে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে মনিরুল পালিয়ে যেয়ে তার শাশুড়ির কাছে ফোন করে বলে আপনার মেয়ের কি হয়েছে দেখেন। তখন তার শ্বাশুড়িসহ স্থানীয় লোকজন ঘরে যেয়ে দেখে তহমিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ওড়না পেচানো ছিল। এবং মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছিল। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ শ্বাসরোধ করে হত্যার ঘটনাটি প্রাথমিক ভাবে নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরো জানান, ঘাতক মনিরুলকে আটকের চেষ্ট চলছে।