জাতীয়

বনানীতে ২ শিক্ষার্থীকে ধর্ষণের প্রমাণ মেলেনি

By Daily Satkhira

June 01, 2017

বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের কোনো আলামত মেলেনি। দেরিতে মেডিকেল টেস্ট করানোর কারণে এমনটা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্টের (শারীরিক পরীক্ষা) রিপোর্ট হস্তাস্তর করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ।

এ সময় তিনি বলেন, ওই দুই তরুণীর মেডিকেল টেস্ট দেরিতে করানোয় স্পামে বীর্যের অস্তিত্ব মেলেনি।

এর আগে, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ধর্ষণের ঘটনার ৪০ দিন পর গত ৬ মে বনানী থানায় মামলা করে নির্যাতিতা এক তরুণী। পরদিন ৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্ট (শারীরিক পরীক্ষা) সম্পন্ন হয়।

ওই মামলার ৫ আসামি সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ। সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন