কলারোয়া

কলারোয়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

By Daily Satkhira

June 01, 2017

আরিফ মাহমুদ : ‘দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পূরণ করি’ স্লোগানে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে। বৃহষ্পতিবার এ উপলক্ষ্যে আলোচনা সভা র‌্যালীর আয়োজন করে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী এ দুগ্ধ দিবস উদযাপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কলারোয়াতেও দিবসটি পালন করছে প্রাণি সম্পদ অফিস। প্রাণি সম্পদ অফিসের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.এএসএম আতিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান প্রমুখ। এসময় প্রাণি সম্পদক অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মরতরা উপস্থিত ছিলেন। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।