শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্যানেল তৈরীর লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এই বর্ধিত সভায় অংশ হিসেবে বৃহস্পতিবার ২৮ আক্টোকার বিকাল ৪ টায় কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হাসেন এর সঞ্চালনায় আ’লীগ দলীয় চেয়ারম্যান প্যানেলে নৌকা প্রতীক পেতে আবেদন করেন
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আনিছুর জামান আনিস,বর্তমান ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালী, সাধারণ সম্পাদক এস এম আবুল হাসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু,সদস্য সেকেন্দার আবুজাফর। সকল কাউন্সিলরদের সম্মতিতে চেয়ারম্যান প্যানেলে ইউনিয়ন আ’লীগের সকল কাউন্সিলরদের সম্মতিতে ও আলোচনার ভিত্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আনিসুরজামান আনিস কে ১ নং এবং সাভপতি আলহাজ্ব শমসের ঢালী কে ২নং করে নামের তালিকা উপজেলা ও জেলায় পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলার অন্যান্য ইউনিয়নে অনুষ্ঠিত বর্ধিত সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি/সম্পাদক ও কাউন্সিলরদের সম্মতিক্রমে চেয়ারম্যান প্যানেলে নৌকা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নামের তালিকা উপজেলা/জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। অপরদিকে ভুরুলিয়া ইউনিয়নে নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলুর সভাপতিত্বে ও প্রভাষক জি এম রফিকুল ইসলামের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান প্যানেল তৈরীর বর্ধিত সভায় অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, মোঃ সিরাজুল ইসলাম মল্লিক, এস,এম ফিরোজ হোসেন, হাজী মুরাদ হোসেন, দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পাওয়ার আবেদন করে। সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে ১নং তালিকা অধ্যক্ষ জাফুরুল আলম,
২ নং সিরাজুল ইসলাম মল্লিক,৩নং এস,এম ফিরোজ হোসেন, ৪নং হাজী মুরাদ হোসেনের নাম উপজেলা জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রমজাননগর ভেটখালী সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলায় ইউনিয়ন আলীগের বর্ধিত সভায় নৌকার মনোনয়ন চেয়ে আবেদন করেন বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন, মোঃ হায়াত আলী গাজী, শাহিনুর আলম শাহীন,এম ইয়াছিন ইকবাল রাজ,এস,এম আনোয়ারুল হাসান ও মনিন্দ্র মিস্ত্রি। কাউন্সিলরদের সম্মতিক্রমে আবেদনকারীদের নাম উপজেলা/জেলায় পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।