নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি,
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা.আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, এ্যাড. স.ম গোলাম মোস্তফা,আর টিভির জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ,
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, প্রমুখ। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, সনাতন ধর্মালম্বী নেতাসহ সনাতন ধর্মী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।