কলারোয়া

খুলনা বিভাগের বৃহত্তর আমের হাট ; বিষমুক্ত আম বাজারজাতকরণের উদ্যোগ নিলো ব্যবসায়ীরা

By Daily Satkhira

June 01, 2017

কলারোয়া ডেস্ক : খুলনা বিভাগের বৃহত্তর আমের হাট এখন কলারোয়ায়। আম ব্যবসায়ীরা কলারোয়ায় বিষমুক্ত আম রপ্তানি ও বাজারজাতকরণের উদ্যোগ নিলেন। বিষমুক্ত ও নিরাপদ আম বিদেশে রপ্তানি ও স্থানীয় ভাবে বাজারজাতকরণের লক্ষ্যে কলারোয়া উপজেলায় অবশেষে উদ্যোগ নিলেন ব্যবসায়ীগণ। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার দমদম বাজার, সিংগা বাজার ও বেলতলা বাজার আমের মোকাম ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা সাতক্ষীরা জেলার সুনাম বৃদ্ধি করণে গাছ থেকে বাছাইকৃত টাটকা আম নিয়ে কাটুন জাত করে তা দেশ ও বিদেশে রপ্তানি করছে। ব্যবসায়ীরা বলছে ‘নিরাপদ আম বিপননে নীতিনির্ধারণী পরিবেশ’ আমাদের দেশ আমাদের সুনাম আমরাই রক্ষা করবো এই তাদের অঙ্গিকার। কলারোয়ার সিংগা বাজার, দমদম বাজার ও বেলতলা বাজারের আমের মোকামে গিয়ে দেখা গেছে ব্যবসায়ীরা দেশের সুনাম রক্ষায় ভেজাল ও বিষমুক্ত আম রাস্তার ধারে ঝুড়িতে ভরে রেখে দিয়েছে। এই মোকামের ব্যবসায়ীগণ রাজশাহীসহ দেশের বিভিন্ন এলকার আম ব্যবসায়ীদের বিষমুক্ত আম ক্রয়ের জন্য আহবান জানান।