কালিগঞ্জ প্রতিনিধিঃ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় যুব দিবসের র্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
সভার সুচণালগ্নে স্বাগত বক্তব্য রাখেন উপজলা (ভারপ্রাপ্ত) যুব উন্নায়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ অানোয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন,
সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি ফরহাদ রেজা, সাদপুর নবীন যুব সংঘের শরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের মোক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৬ লাখ টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।