খেলা

টসে হেরে ব্যাট করতে নেমেই তিন উইকেট নেই বাংলাদেশের

By Daily Satkhira

November 02, 2021

খেলার খবর : প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করলেও বেশিক্ষণ থিতু হতে পারলেন না টাইগার ওপেনার নাঈম শেখ। রাবাদার বলে হেনড্রিকসের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ৯ রানে উইকেট হারান তিনি। পরের বলেই বিদায় নেন ব্যাট করতে নামা সৌম্য সরকার। এলবিডব্লিউ হয়ে রাবাদার দ্বিতীয় শিকার হন তিনি।

এরপর ব্যাট করতে নামা মুশফিকুর রহিমও টিকতে পারেননি বেশিক্ষণ। রাবাদার তৃতীয় শিকার হয়ে ডাক মেরে সাঝঘরে ফেরেন এ ব্যাটার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।

এর আগে বিশ্বকাপের ৩০তম আবুদাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সাকিবের বদলে দলে জায়গা করে নিয়েছেন শামিম পাটোয়ারী। মোস্তাফিজুর রহমানের বদলে খেলবেন নাসুম আহমেদ। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), শামিম পাটোয়ারী, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), র‍্যাসি ভন ডার ডুসেন, এইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া এবং তাবরাইজ শামসি।