সাতক্ষীরা

লাবসায় নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন : পরিদর্শনে পুলিশ

By daily satkhira

November 03, 2021

নিজস্ব প্রতিনিধি : আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি সরদার নজরুল ইসলামের নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজনগর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে রাজনগর বাজারে রেশমা নামে এক চায়ের দোকানের পাশে একটি নৌকার নির্বাচনী পরিচালনা অফিস করে প্রার্থীর নেতাকর্মীরা। একপর্যায়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কে, বা, কারা নৌকার নির্বাচনী অফিসে আগুন দেয়। বুধবার ভোর সকালে চায়ের দোকানের মালিক রেশমা ও কাপড়ের দোকানের মালিক মোস্তাফিজুর রহমান বাজারে পৌছলে তারা নৌকার নির্বাচনী অফিসে থাকা বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবিসহ নৌকার ফেস্টুন ব্যানার পোস্টার, বস্তার বেড়া পুড়ানো অবস্থায় দেখতে পায়।

এসময় প্রত্যাক্ষদর্শীরা নৌকার প্রার্থী নজরুল ইসলামকে জানালে তিনি পুলিশকে খবর দেয়। এঘটনায় পুলিশ খবর পেয়ে রাজনগর বাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুম, কাটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান, এসআই সঞ্জীব, মেহেদী, শরিফুল, এ এস আই সাইফুল।

লাবসা ইউপি নির্বানের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সরদার নজরুল ইসলাম জানান, ভোর ৬ টার সময় অফিস পোড়ানো খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের জানাই। তাদের জানানোর পর ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, আফছার উদ্দিন, মুনছুর রহমান মাস্টার মফিজুলসহ তৃণমূল নেতাকর্মীরা। তবে এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ প্রস্তুতি চলছে তিনি জানান।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।