কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে জাতীয় সমবায় দিবসের র‌্যা‌লি ও অা‌লোচনা সভা

By daily satkhira

November 06, 2021

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগ‌ঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‌্যা‌লি ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

উপ‌জেলা প্রশাসন ও সমবায় বিভা‌গের অা‌য়োজ‌নে শ‌নিবার বেলা ১০টায় এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি উপ‌জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে জাতীয় পতাকা ও সমবা‌য়ী পতাকা উত্তোলন ক‌রা হয়। পরবর্তী‌তে উপজেলা পরিষদ অ‌ডি‌টো‌রিয়া‌মে অা‌লোচনা সভার শুরু‌তে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈ‌য়েবুর রহমান।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ দে‌হেদী। বন্ধন সমবায় সমিতির নির্বাহী পরিচালক আলমগীর হোসে‌নের পরিচালনায় এসময় অা‌রো বক্তব‌্য রা‌খেন প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কা‌লিকাপুর একতা সমবায় স‌মি‌তির সভাপ‌তি ফারুক হো‌সেন, প্রত্যয় সমবায় স‌মি‌তির নাজমুৃল হুদা প্রমুখ।

উপ‌জেলা সমবায় দপ্ত‌রের অ‌ফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অাব্দুস শুকুর খা‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতায় অনুষ্ঠা‌নে প্রায় দুই শতা‌ধিক সমবায়ী উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান শে‌ষে ১৪‌টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।