সাতক্ষীরা

৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

By daily satkhira

November 07, 2021

নিজস্ব প্রতিনিধি : ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের বড়বাজার মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য মো: শের আলী, সদস্য ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল খোকন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাছুম রানা সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এস কে রুবেল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমুনুর রহমান, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম সরোয়ার, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী আহসান হাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম রাজ, জাহাঙ্গীর হোসেন, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হন এবং এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। কিন্তু আজ সে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। সংবাদপত্র স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে না। পদে পদে জনগণের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। বক্তারা জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।