শ্যামনগর

শ্যামনগরে ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের আর্থিক সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ

By daily satkhira

November 08, 2021

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে সুশীলন রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ৭ ও ৮ নভেম্বর (দুই ব্যাচ) মুন্সিগঞ্জের সুশীলন টাইগার পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফিল্ড ফ্যাসিলিটেটর দিবাকর ঘোষ, মীর হাসিবউল্যাহ, শহীদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের জনগনের তিন ভাগের একভাগ যুব শক্তি রয়েছে। তাদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত না করলে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই তাদের উপার্জন মুখী কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আর সেটার জন্য তাদের আর্থিক ব্যবস্থাপনা জ্ঞান না থাকলে ব্যবসার লাভ ক্ষতির হিসাব না থাকার কারনে যে কোন প্রকল্প সফলতা পায় না। তাই তাদের প্রশিক্ষিত করা জরুরী। তারা প্রশিক্ষিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বক্তারা সকল যুব সদস্যদের কারিগরী প্রশিক্ষন গ্রহন করে স্বাবলম্বী হওয়ার জন্য আহবান জানান । উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষনে এসডিজি বাস্তবায়ন, যুব কর্ম সংস্থান, সংগঠনের স্থায়ীত্বশীলতা, আর্থিক ব্যবস্থাপনা, দুর্যেোগ ব্যবস্থাপনা, যুবনীতি-২০১৭, ঋন গ্রহনকারী ব্যক্তির বৈশিষ্ট্য, ঋণকে কিভাবে কাজে লাগানো যায়, ঋণ খেলাপী রোধের উপায়, ঋন অনুমোদন কারী দায়িত্বশীল ব্যাক্তি, পাশ বই, বিভিন্ন রেজিষ্টার, জমা খরচ, খতিয়ান, ব্যাংকিং, সরকারী-বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ ইত্যাদি সম্পর্কে ধারনা প্রদান করা হয়। ছবি- শ্যামনগরে ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের আর্থিক সক্ষমতা বিষয়ক প্রশিক্ষনে উপস্থিত অতিথিবৃন্দ।