প্রেস বিজ্ঞপ্তি : সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ নভেম্বর সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমিতে জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফ্ফান রোজবাবু’র সভাপতিত্বে জেলার শিল্পীদের জন্য কল্যাণ তহবিল গঠন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি শহিদুর রহমান, শেখ মোসফিকুর রহমান মিলটন, আবুল কালাম আজাদ,
কবি দিলরুবা রোজ, শামীম পারভেজ, শেখ আমিনুর রহমান কাজল, নাহিদা পারভীন পান্না, আখতারুজ্জামান কাজল, শেখ সিদ্দিকুর রহমান, কাজী মাসুদুর রহমান প্রমূখ। বক্তৃতারা বলেন সংগীত ওস্তাদ আজিজুর রহমানের গুরুতর অসুস্থতার কারণে তাঁকে দেখার জন্য আগামী পরশু তাঁর বাড়িতে যেতে হবে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অফিসে ওস্তাদজীর অর্থনৈতিক সহযোগিতার জন্য আমরা যোগাযোগ করব।
পরবর্তী আলোচনায় জোটের সম্মানিত সহসভাপতি নাসরীন খান লিপি’র আসন ব্যবস্থা নিয়ে অসন্তোষজনক ব্যবহারে সকল বক্তা ক্ষোভ প্রকাশ করেন।
অন্য আলোচনার মধ্যে কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষে ও যশোরে আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে বিভিন্ন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না।