সাতক্ষীরা

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালী করনে জেলা ওয়ার্কিং কমিটির সভা

By daily satkhira

November 10, 2021

নিজস্ব প্রতিনিধি : পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলার ম্যানগ্রোভ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়রাম্যান আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম।

সুশীলন এবং মেরীস্টপস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের এ্যাডভোকেসি কার্যক্রমে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির ভুমিকা ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রকল্পের কর্মকৌশল সম্পর্কে উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরে সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান বলেন, প্রকল্পটির সফল বাস্তবায়নে স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্থানীয় সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে

জেলা পর্যায়ে বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটি গঠন করে সরকার কে সহযোগিতা করার লক্ষে এ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান সাতক্ষীরাকে আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, কমিটির অন্য সদস্যরা হলেন, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, ডাঃ আবুল কালাম বাবলা,

এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম.কামরুজ্জামান, প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, জেলা পরিষদ সদস্য শাহনাজ পারভিন মিলি, পৌর কাউন্সিলর কাইসারুজ্জামান হিমেল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না।

সভায় প্রকল্পের মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন সুশীলনের পলাশ মোড়ল, জগন্নাথ।