আসাদুজ্জামান: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ৬ দিন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আবারও ৭দিন বন্ধের কবলে পড়েছে বন্দরটি। এনিয়ে টানা ১৩ দিন বন্ধ থাকবে এ বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। ভারতের ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য সে দেশের প্রশাসন আরও ৭দিন আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম চলবে। এর ফলে টানা ১৩ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার একমাত্র ভোমরা স্থল বন্দরট্।ি তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা এসময় যথারীতি যাতায়াত করতে পারবেন। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এক লিখিত বার্তার মাধ্যমে ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এর কাছে জানিয়েছেন গত ১৪ সেপ্টেম্বর ভারতের বসিরহাট এস ডিও অফিসে এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম চলবে। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মোঃ আব্দুল কাইয়ূম এ ঘটনা নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহার ৬ দিন ও ব্রিজ সংস্কারের জন্য আরো ৭দিন মোট এই ১৩ দিনে সরকার প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব হারাবে এ বন্দর থেকে। তবে, এ সময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।