সাতক্ষীরা

সাতক্ষীরার ১৩ ইউপি’র ১০ টিতেই নৌকার ভরাডুবি

By daily satkhira

November 11, 2021

নিজস্ব প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটে সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন, দুটি ইউপিতে জামায়াত সমর্থিত, দুটিতে বিএনপি, বাকী ৫টি ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী চেয়ারম্যানরা হলেন, বাঁশদহে আওয়ামীলীগ মনোনীত মাস্টার মফিজুর রহমান, কুশখালিতে জামায়াত নেতা মাওলানা আব্দুল গফফার, বৈকারীতে জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল, ঘোনা ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী আব্দুল কাদের, শিবপুরে বিদ্রোহী আবুল কালাম আজাদ, ভোমরায় বিগত নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করলেও এবার জামায়াতের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হওয়া ইসরাঈল গাজী, ধুলিহরে বিদ্রোহী মিজানুর রহমান চৌধুরী, ব্রহ্মরাজপুরে আওয়ামীলীগ মনোনীত আলাউদ্দিন , আগরদাড়িতে স্বতন্ত্র কবির হোসেন মিলন, ঝাউডাঙ্গায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজমল হোসেন, বল্লীতে বিএনপির মহিতুল ইসলাম, লাবসায় বিএনপি নেতা আব্দুল আলিম ও ফিংড়িতে আওয়ামীলীগের বিদ্রোহী লুৎফর রহমান।

এদিকে , নির্বাচনে সাতক্ষীরার ১৩ ইউপিতে নৌকার ভরাডুবি হয়েছে। নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সাতক্ষীরায় ভোট উৎসবে পরিণত হয়। তবে নৌকার ভরাডুবির কারন হিসেবে আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকে উপেক্ষা করা এবং গত নির্বাচনে নৌকার বিজয়ী চেয়ারম্যানদের অনিয়ম দূর্নীতিকেই কারন হিসেবে দাবি করেছেন। নাম প্রকাশে আওয়ামীলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার সময় তৃণমূলের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এছাড়া জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হয়নি। পাশাপাশি বর্তমান নৌকা প্রর্তীকে নির্বাচিত চেয়ারম্যানদের অনিয়ম দুর্নীতিও পরাজয়ের কারনে হিসেবে দেখছেন অনেকে। সাতক্ষীরা সদরে নৌকার ভরাডুবির কারন জানতে চাইলে সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অথবা এমপি সাহেবের সাথে কথা বলেন।