কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চার, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে এক ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে বাইশ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলার মৌতলা ইউনিয়নে দুইজন, কৃষ্ণনগর ইউনিয়নে একজন ও কুশুলিয়া ইউনিয়নে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অনুজ গাইন জানান, আসন্ন ইউপি নির্বাচনে মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান সুমন ও আশেক মেহেদী, রতনপুর ইউনিয়নে শহিদুল ইসলাম এবং কৃষ্ণনগর ইউনিয়নে সেলিম আহম্মেদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
এবারের নির্বাচনে ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৪১ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৪৩ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। আজ শুক্রবার ৬টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব-স্ব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবং আগামি ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।