সাতক্ষীরা

নলতার মাঘুরালীতে সাবেক এমপি খায়রুল আনাম এর স্ত্রীর দাফন সম্পন্ন

By daily satkhira

November 12, 2021

দেবহাটা ব্যুরো : সাতক্ষীরার তৎকালীন কালিগঞ্জ-দেবহাটা আসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ১৯৭০ সালের নির্বাচিত প্রথম এমসিএ বা সংসদ সদস্য, নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়রুল আনাম সরদার এর স্ত্রী, সাংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন) এর দাদী রোকেয়া আনাম (৬৮) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় সাতক্ষীরার বাসভবনে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করলে সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নানিল্লাহি… রাজিউন)।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. গোলাম রহমান এর বোন রোকেয়া আনাম মৃত্যুকালে একমাত্র পুত্র সৌদী আরব প্রবাসী আশরাফুল আলম সুমন, একমাত্র কন্যা রিফাত ছবির হেলেন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

১২ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা উত্তর মাঘুরালী জামে মসজিদে নামাজে জানাযা শেষে বেলা ৩ টার দিকে পারিবারিক কবরস্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে।

উত্তর মাঘুরালী জামে মসজিদে নামাজে জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন মরহুমার ভাইজি জামাই ও দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারময়ান এড. স ম গোলাম মোস্তফা, মরহুমার ভাসুরপো নলতা ইউপির সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য ও নলতা ইউপির বর্তমান স্বতন্ত্রী চেয়ারম্যান প্রার্থী এড. এস এম আসাদুর রহমান সেলিম, মরহুমার একমাত্র জামাতা বাংকার আক্তারুজ্জামান কাজল, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন) ও মরহুমার অপর ভাসুরপো মো: সাইদুল ইসলাম সরদার।

নামাজে জানাযা পরিচালনা করেন উত্তর মাঘুরালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: ফারুক হোসেন। নামাজে জানাযা ও দাফনে উপস্থিত ছিলেন এমাদুল হক সরদার, আজিজুল হক সরদার, মো: হাবিবুর রহমান বিশ্বাস, মো: শফিকুল আনোয়ার রঞ্জু, চেয়ারম্যান প্রার্থী ডা: সাইদুল রহমান খোকা, দীপু, মুজিবর রহমান সরদার, হাবিবুর রহমান বাবলু, নজরুল ইসলাম, আলিমুজ্জামান শাহীন, তুহিন ইকবাল, রিপন সরদার প্রমূখ। সোমবার বাদ আছর উত্তর মাঘুরালী জামে মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।