কালিগঞ্জ

কালিগঞ্জে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

By daily satkhira

November 12, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৬’শ ৪৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১০টায় উপজেলার ৬টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব-স্ব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১নং কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ‘লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শ্যামলী অধিকারী (নৌকা),

জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী শাজাহান কবির (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মোল্যা (আনারস),

জিএম, রবিউল্যাহ বাহার (ঘোড়া), আশানুর রহমান (অটোরিকশা), নজরুল ইসলাম (চশমা) এবং রওশান আলি কাগুচী (মটর সাইকেল) প্রতীক। ২নং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী শেখ রিয়াজ উদ্দীন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস) প্রতীক।

৩নং চাম্পাফুল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী শেখ মোজাম্মেল হক গাইন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোড়ল (আনারস) ও আব্দুল হান্নান গাইন (মটর সাইকেল) প্রতীক। ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী গোবিন্দ মন্ডল (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার সরকার (ঘোড়া),

জুলফিকার আলী সাঁপুই (মটর সাইকেল) ও দিদারুল ইসলাম (চশমা) প্রতীক। ৫নং কুশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী কাজী তাজুল ইসলাম (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী শেখ এবাদুল ইসলাম (ঘোড়া), এম.এ আসফউদ্দৌলা খান (আনারস), রেজাউল করিম (চশমা) ও লতিফুর রহমান খান (মটর সাইকেল) প্রতীক। ৬নং নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী সাহাদাত হোসেন (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম, আসাদুর রহমান (মটর সাইকেল), আজমির জামান (আনারস), আজিজুর রহমান পাড় (চশমা),

শাহিনুর রহমান (অটোরিকশা) ও সাইদুর রহমান (ঘোড়া) প্রতীক। ৭নং তারালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী এনামুল হোসেন (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী মহাব্বত আলী (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম, সফিকুজ্জামান (আনারস) ও আব্দুল গফুর (মটর সাইকেল) প্রতীক। ৮নং ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী শওকাত আলী বিশ্বাস (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী আফছার আলী গাজী (মটর সাইকেল), আব্দুল কুদ্দুস (ঘোড়া) ও নাজমুল হাসান (আনারস) প্রতীক।

৯নং মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত প্রার্থী ফিরোজ আহমেদ (নৌকা), সাম্যবাদী দলের প্রার্থী শেখ তারিকুল ইসলাম (চাকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম (রজনীগন্ধা), শেখ আব্দুল ওয়াহেদ (আনারস), শাহজান সিরাজ খান (মটর সাইকেল), রমেশ চন্দ্র বিশ্বাস (অটোরিকশা), শেখ আলাউদ্দিন (ঘোড়া), শেখ নাজমুল ইসলাম (টেবিল ফ্যান), আকুঞ্জি বাবলুর রহমান (টেলিফোন), শেখ মোজাফফর হোসেন (চশমা) ও মিজানুর রহমান (ঢোল) প্রতীক। ১০নং ধলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী শ্রী সজল কুমার মুখার্জী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী গাজী শওকাত হোসেন (ঘোড়া), আনোয়ারুস সাদাত (চশমা), আব্দুল করিম (আনারস) ও শেখ ফিরোজ আলম (মটর সাইকেল) প্রতীক। ১১নং রতনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী এম, আলীম আল রাজী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এসএম, আনোয়ার হোসেন (ঘোড়া) ও আব্দুল ওয়াহেদ (আনারস) প্রতীক।

১২নং মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী রুহুল আমিন (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ অয়েজুর রহমান (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী ফেরদাউস মোড়ল (ঘোড়া), শেখ আলমগীর হোসেন (মটর সাইকেল) ও শেখ খোরশেদ আলম (চশমা) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এসকল ইউনিয়নে আগামি ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নিবার্চন অনুষ্ঠিত হবে।