কালিগঞ্জ

কোটি টাকা আত্মসাতের অভিযোগে কালিগঞ্জে এনজিও হিপের কর্মকর্তা আটক

By Daily Satkhira

June 02, 2017

আসাদুজ্জামান : প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা কালিগঞ্জ থেকে বেসরকারী উন্নয়ন সংস্থার এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই কর্মকর্তার নাম নাজমুল হাসান মিন্টু। শুক্রবার দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ডাঃ শামসুর রহমানের ছেলে ও হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন হিপ নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থার বিভাগীয় পরিচালক। ভুক্তভোগী মোঃ ওমর শরিফসহ একাধিক লোকজন জানান, বেসরকারী উন্নয়ন সংস্থা হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন হিপের এর বিভাগীয় পরিচালক নাজমুল হাসান মিন্টু দীর্ঘ দিন যাবত সাতক্ষীরা বিভিন্ন উপজেলায় প্রতিনিধি নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে সাধারন গ্রাহকদের ঘরবাড়ি দেয়ার নামে জন প্রতি ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এমনিভাবে তিনি জেলার ৭ টি উপজেলা থেকে প্রায় দেড় হাজার গ্রাহকের কাছ থেকে এ পর্যন্ত সর্বনি¤œ দেড় কোটি আতœসাত করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই কর্মকর্তা পালিয়ে তার গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর নিজ বাড়ি অবস্থান করেন। এক পর্যায়ে শুক্রবার দুপুরে ভুক্তভোগী অর্ধশতাধিক গ্রাহক তার গ্রামের বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় সাড়ে ৭’ শ গ্রাহকের কাছ থেকে আটক নাজমুল হাসান মিন্টু প্রায় এক কোট টাকা আতœসাত করেছেন। তিনি আরো জানান, তার বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে টাকা আতœসাৎ করার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে।