সাতক্ষীরা

সাতক্ষীরায় নিকাহ রেজিস্ট্রারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

By daily satkhira

November 15, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধনগনের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করণের লক্ষ্যে অভ্যন্তরীণ কর্মশালা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে জেলা রেজিস্ট্রার অফিস সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে এম. শফিউল আযম, সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান, কালিগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার এস.এম মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, আশাশুনি উপজেলা সাব রেজিস্ট্রার মো. কাজী নজরুল ইসলাম, কলারোয়া সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল হাসান, ইসলাম কাটির সাব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন, ধুলিহর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাবিবী, আলীপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. রেজাউল করিম প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্য বিবাহ থেকে সকলেকে বিরত থাকতে হবে। যারাই বাল্য বিবাহ দিবে তাদেরকে আইনের আওয়াতার আনতে হবে। শুধু প্রসাশনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব নয়। বাল্য বিবাহ বন্ধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। কর্মশালায় এ সময় জেলার ৮৭ জন নিকাহ রেজিস্ট্রার অংশ গ্রহন করেন।##