কালিগঞ্জ

কালিগঞ্জে জলমহল নীতিমালার অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন ও স্মারকলিপি

By daily satkhira

November 15, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : “জল যার জলা তার, শেখ হাসিনার অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে জলমহল নীতিমালা অনুযায়ি প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্যজীবী সমিতি ও গণ-উন্নয়ন ফেডারেশনের আয়োজনে এবং উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাস্তার উপর ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পলিত হয়।

পরে উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলার ক্ষুদ্র জাতীয় মৎস্য জীবি সমিতি উপজেলা শাখার সভাপতি সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোল্লা রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উত্তরণ কালিগঞ্জ অফিসের ম্যানেজার আলমগীর কবির, অপ্রতিরোধ্য প্রকল্পের সহ-সমন্বয়কারী বিলকিস খাতুন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কাছে জলমহল নীতিমালা ২০০৯ অনুসারে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।