কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে রবি/২০২১-২২ অর্থ বছরে গম-ভুট্রা, সরিষা ও খেসারীর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। আলোচনা সভার শুরুতে কৃষি বিষয়ে সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন,
কৃষক সুশান্ত কুমার। আলোচনা সভা শেষে একজন কৃষককে গোম বীজ ২০ কেজী, ডিএপি সারে ১০, এমওপি সার ১০। ভুট্রা ২ কেজী, ডিএপি সার ২০, এমওপি সার ১০ কেজী। সরিষা বীজ ১ কেজী, এমওপি ১০ কেজী। খেষারী বীজ ৮ কেজী, ডিএপি সার ১০ কেজী, এমওপি সার ৫ কেজী বিনামূল্যে প্রনোদনা উপকরণ প্রদান করা হয়।